Album Name | Sunirbachita Dwijendrageeti |
Artist | Various Artists |
Track Name | Tumi Je He Praner Bandhu |
Music | Dwijendralal Roy |
Label | Saregama |
Release Year | 1957 |
Duration | 05:01 |
Release Date | 1957-12-31 |
Tumi Je He Praner Bandhu Lyrics
জীবনে যারে তুমি দাওনি মালা,
মরণে কেন তারে দিতে এলে ফুল
মুখপানে যার কভু চাওনি ফিরে,
কেন তারি লাগি আঁখি অশ্রু আকুল।
চিরদিন তুমি যারে দিয়েছো হেলা,
হৃদয় নিয়ে শুধু খেলেছো খেলা
মরণে তারি আজি বলো গো কেন,
শূন্য লাগে এই ধরণী বিপুল।।
আমি তো ছিলাম প্রিয় তোমারই সাথে,
সেই বকুল তলে সেই চাঁদিনী রাতে
সেদিন কেন দিলে নাকো হায়
যে মালাখানি ছিল তোমারই হাতে
মোর যত প্রেম, মোর যত গান,
চাইনি তো কভু কোনো প্রতিদান
চিরতরে হায় যবে নিলাম বিদায়, (আমি)
তুমি বুঝিলে কিগো তব হৃদয়ের ভুল।।