Album Name | Sera Pujor Gaan |
Artist | Various Artists |
Track Name | Rangila Banshite Ke Dake |
Music | Bhupen Hazarika |
Label | Saregama |
Release Year | 1953 |
Duration | 03:24 |
Release Date | 1953-12-31 |
Rangila Banshite Ke Dake Lyrics
রঙ্গিলা বাঁশিতে কে ডাকে?
ঘুম ঘুম, নিঝুম রাতের মায়ায়
রঙ্গিলা বাঁশিতে কে ডাকে?
ঘুম ঘুম, নিঝুম রাতের মায়ায়
চোখ মেলে চাও মেয়ে গো
লাজ ভুলে যাও মেয়ে গো
চোখ মেলে চাও মেয়ে গো
লাজ ভুলে যাও মেয়ে গো
ডাকে ওই সুরের ভাষায়
ও রঙ্গিলা বাঁশিতে কে ডাকে?
ঘুম ঘুম, নিঝুম রাতের মায়ায়
রূপসী নদীর বধূয়ার হাওয়ায় দোলা মহুয়ার
মনে কে আগুন জ্বালায়?
ও রূপসী নদীর বধূয়ার হাওয়ায় দোলা মহুয়ার
মনে কে আগুন জ্বালায়?
ও রঙ্গিলা বাঁশিতে কে ডাকে?
ঘুম ঘুম, নিঝুম রাতের মায়ায়
সন্ধ্যাতারা ঐ জাগে, কৃষ্ণচূড়ার রঙ লাগে
মনের গোপন কোন রাগে কে জানে কখন রাঙায়
ও সন্ধ্যাতারা ঐ জাগে, কৃষ্ণচূড়ার রঙ লাগে
মনের গোপন কোন রাগে কে জানে কখন রাঙায়
হরিণীর মত পায়, বুনো মেয়ে ছুটে যায়
পিয়ালের আঙিনায় গুনগুন অলি গায়
চন্দনা কয় শিমুল শাখায়
ও চাঁদ, যা, শুনে যা, মায়াজাল যা, বুনে যা
ও চাঁদ, যা, শুনে যা, মায়াজাল যা, বুনে যা
আয় রে নেমে মেঘের ভেলায়
আয় রে নেমে মেঘের ভেলায়
বাসা বাঁধার স্বপনে চলছে কে গো আনমনে
গান গেয়ে নতুন আশায়?
ও রঙ্গিলা বাঁশিতে কে ডাকে?
ঘুম ঘুম, নিঝুম রাতের মায়ায়