Album Name | Aawaz |
Artist | Salil Chowdhury |
Track Name | Dhitang Dhitang Bole |
Music | Salil Chowdhury |
Label | Saregama |
Release Year | 1956 |
Duration | 03:28 |
Release Date | 1956-01-01 |
Dhitang Dhitang Bole Lyrics
ধিতাং ধিতাং বোলে
কে মাদলে তান তোলে
কার আনন্দ উচ্ছলে আকাশ ভরে জোছনায়।।
ধিতাং ধিতাং বোলে
কে মাদলে তান তোলে
কার আনন্দ উচ্ছলে আকাশ ভরে জোছনায়।।
আয় ছুটে সকলে এই মাটির ধরা তলে
আজ হাসির কলরোলে নূতন জীবন গড়ি আয়।।
আয় ছুটে সকলে এই মাটির ধরাতলে
আজ হাসির কলরোলে নুতন জীবন গড়ি আয়।।
আয় রে আয় লগন বয়ে যায় ।।
মেঘ গুড়গুড় করে চাঁদের সীমানায়।
পারুল বোন ডাকে চম্পা ছুটে আয়
বর্গীরা সব হাঁকে কোমর বেঁধে আয়।
আয় রে আয়, আয় রে আয়।।
আয় রে আয়, আয় রে আয়।।
ধিনাক না তিন তিনা
এই বাজা রে প্রাণ-বীণা
আজ সবার মিলন বিনা এমন জীবন বৃথা যায়।।
ধিনাক না তিন তিনা
এই বাজারে প্রাণ বীণা
আজ সবার মিলন বিনা এমন জীবন বৃথা যায়
এ দেশ তোমার আমার
এই আমরা ভরি খামার
আর আমরা গড়ি স্বপন দিয়ে সোনার কামনা।।
এ দেশ তোমার আমার
এই আমরা ভরি খামার
আর আমরা গড়ি স্বপন দিয়ে সোনার কামনা।।
আয় রে আয় লগন বয়ে যায়,
মেঘ গুড়গুড় করে চাঁদের সীমানায়।
পারুল বোন ডাকে চম্পা ছুটে আয়,
বর্গীরা সব হাঁকে কোমর বেঁধে আয়।
আয় রে আয়, আয় রে আয়।।
আয় রে আয়, আয় রে আয়।।