Album Name | Sera Pujor Gaan |
Artist | Various Artists |
Track Name | Bhalo Kore Tumi Cheye Dekho |
Music | Bhupen Hazarika |
Label | Saregama |
Release Year | 1953 |
Duration | 03:29 |
Release Date | 1953-12-31 |
Bhalo Kore Tumi Cheye Dekho Lyrics
ভালো করে তুমি চেয়ে দেখো,
দেখোতো চিনতে পারো কিনা।
ভালো করে তুমি চেয়ে দেখো,
দেখোতো চিনতে পারো কিনা।
আমার দুচোখে চোখ রেখে দেখো,
বাজে কি বাজে না মনোবীণা।
ভালো করে তুমি চেয়ে দেখো,
দেখোতো চিনতে পারো কিনা।
সোনালী বিকেলে গাছের ছায়ায়,
মুখোমুখি বসে নীল সন্ধ্যায়।
সোনালী বিকেলে গাছের ছায়ায়,
মুখোমুখি বসে নীল সন্ধ্যায়।
জীবনানন্দ তুমিতো শোনাতে,
জীবনানন্দ তুমিতো শোনাতে,
ভেবে দেখো মনে পড়ে কিনা।
আমার দুচোখে চোখ রেখে দেখো,
বাজে কি বাজে না মনোবীণা।
ভালো করে তুমি চেয়ে দেখো,
দেখোতো চিনতে পারো কিনা।
পটভূমিকায় শহীদ মিনার,
নাগরিক চাঁদ উঠেছে আবার।
পটভূমিকায় শহীদ মিনার,
নাগরিক চাঁদ উঠেছে আবার।
বনলতা সেন শোনাবে কে আর,
বনলতা সেন শোনাবে কে আর,
এই আমি আজ তুমিহীনা।
আমার দুচোখে চোখ রেখে দেখো,
বাজে কি বাজে না মনোবীণা।
ভালো করে তুমি চেয়ে দেখো,
দেখোতো চিনতে পারো কিনা।