Album Name | Bau Thakuranir Haat |
Artist | Rabindranath Tagore, Dwijen Chowdhury |
Track Name | Sawana Gagane Ghor Ghanoghata |
Music | Rabindranath Tagore, Dwijen Chowdhury |
Label | Saregama |
Release Year | 1954 |
Duration | 02:50 |
Release Date | 1954-12-31 |
Sawana Gagane Ghor Ghanoghata Lyrics
শাওন গগণে ঘোর ঘনঘটা
নিশীথ য়ামিনী (যামিনী) রে
কুঞ্জপথে, সখি, কৈসে যাওব
অবলা কামিনী রে
উন্মদ পবনে য়মুনা (যমুনা) তর্জিত
ঘন ঘন গর্জিত মেহ
দমকত বিদ্যুৎ, পথতরু লুণ্ঠিত
থরহর কম্পিত দেহ
ঘন ঘন রিমঝিম রিমঝিম রিমঝিম
বরখত নীরদপুঞ্জ
শাল-পিয়ালে তাল-তমালে
নিবিড় তিমিরময় কুঞ্জ
কাহ রে সজনী, এ দুরুয়োগে (দুরুযোগে)
কুঞ্জে নিরদয় কান
দারুণ বাঁশী কাহ বাজায়ত
সকরুণ রাধা নাম
মোতিম হারে বেশ বনা দে
সীঁথি লগা দে ভালে
উরহি বিলুন্ঠিত লোল চিকুর মম
বাঁধহ চম্পক মালে
গহন রয়নমে ন যাও, বালা
নওল কিশোরক পাশ
গরজে ঘন ঘন, বহু ডর পাওব
কহে ভানু তব দাস