Album Name | Asamapta |
Artist | Anil Bagchi |
Track Name | Purnima Noy E Je |
Music | Nachiketa Ghosh |
Label | Saregama |
Release Year | 1956 |
Duration | 03:23 |
Release Date | 1956-12-31 |
Purnima Noy E Je Lyrics
পূর্ণিমা নয়, এ যেন রাহুর গ্রাস
এ যেন গো সেই মরুতে হারানো
নদীর দীর্ঘশ্বাস
পূর্ণিমা নয়
এ হাসি শুধু যে কাঁদার
আলো নয় এতে, আঁধার
মুকুলে যেন ফুরালো ফুলের
ফুটিবার অভিলাষ
এ যেন গো সেই মরুতে হারানো
নদীর দীর্ঘশ্বাস
পূর্ণিমা নয়
প্রদীপেরে ভালোবেসে প্রজাপতি শুধু জ্বলে
জানি চিরদিনই প্রেমের এ খেলা চলে
আকাশের ঝরা তারায়
যে হাসি নীরবে হারায়
জানি তারই মাঝে জেগে রয় শুধু
নিয়তির পরিহাস
এ যেন গো সেই মরুতে হারানো
নদীর দীর্ঘশ্বাস
পূর্ণিমা নয়