Album Name | Shes Parichay |
Artist | Hemanta Kumar Mukhopadhyay |
Track Name | Gopijan Monchor |
Music | Hemanta Kumar Mukhopadhyay |
Label | Saregama |
Release Year | 1957 |
Duration | 03:19 |
Release Date | 1957-01-31 |
Gopijan Monchor Lyrics
গোপীজন মনচোর গিরিধারী নাগর
রাখো মিনতি তব পায়, হায়
রাখো মিনতি রাঙা পায়
গোপীজন মনচোর গিরিধারী নাগর
রাখো মিনতি তব পায়, হায়
রাখো মিনতি রাঙা পায়
প্রেম পরশ লাগি যুগ যুগ অনুরাগী
অন্তর কাঁদে বেদনায়
রাখো মিনতি তব পায়
তুলসি কুসুম দলে রক্ত চরণতলে
পুলোকিত তনুমন প্রাণ
হে হরি মাধব, দাও হে করুণাতব
ঘুচাও বিরহ অভিমান
যমুনা পুলিনে শ্যাম মুরলীতে অবিরাম
রাধা নামে সুর মন ছায়
রাখো মিনতি তব পায়
গোপীজন মনচোর গিরিধারী নাগর
রাখো মিনতি তব পায়, হায়
রাখো মিনতি রাঙা পায়
নীল জলদসম কুন্তল অনুপম
শোভে তাই শ্যাম শিখি পাখা
নীল জলদসম কুন্তল অনুপম
শোভে তাই শ্যাম শিখি পাখা
স্থির বিজরি শিখা ললাটে চাঁদের টিকা
বরতন চন্দন মাখা
দাও প্রভু দরশন, তাপীত এ চিত মন
মিনতি চরণে শ্যামরায়
রাখো মিনতি তব পায়
গোপীজন মনচোর গিরিধারী নাগর
রাখো মিনতি তব পায়, হায়
রাখো মিনতি রাঙা পায়